স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামে কোর্টে মামলা করায় এক নিরীহ পরিবারকে সমাজচ্যুত করেছে প্রতিপক্ষের লোকজন ও স্থানীয় মাতব্বররা। তাদের কাছে বাজার সওদা ও কোন কিছু বিক্রি করা হচ্ছে না। এমনকি লোকজন তাদের সাথে কথাও বলছে না। এ ব্যাপারে ওই পরিবারের প্রবাসী সালেহ আহমেদের স্ত্রী মনিরা খাতুন প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২৬ আগস্ট একই এলাকার ছইব উল্লা, সজল মিয়া, আব্দুল আলীগং পূর্ব বিরোধের জের ধরে মনিরা খাতুনের উপর হামলা চালায়। এ সময় তিনি আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে শোর চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন। এ ব্যাপারে উল্লেখিতদের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন মনিরা। মামলা দায়েরের পর অভিযুক্তদের নামে কোর্ট থেকে নোটিশ জারি করা হয়। এরপর থেকে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং গ্রাম্য মাতব্বরদের ম্যানেজ করে মনিরা খাতুনের পরিবারকে সমাজচ্যুত করে। বর্তমানে তারা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন।