লাখাইয়ে অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গত ১৭ বছর অনেক অন্যায় ও জুলুম করার কারণে পুলিশ এখন দুর্বল। পুলিশ আওয়ামীলীগের হওয়ার কারণেই তাদেরকে খেসারত দিতে হয়েছে। আমরা পুলিশকে বিএনপির বানাতে চাই না। পুলিশ হবে জনগণের। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের কাজ।
তিনি গতকাল শুক্রবার দুপুরে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৮টি পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
জি কে গউছ বলেন- কেউ জনগণের উপর বল প্রয়োগ করলে তার সাথে বিএনপির সম্পর্ক থাকবে না। কোনো দুষ্ট লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। বিএনপির কেউ খাল দখল, স্যান্ড দখল, জায়গা দখল, বালু মহাল দখল করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিন। কোনো দুষ্ট লোকের দায়ভার বিএনপি নিবে না।
তিনি বলেন- বিএনপি গত ১৭ বছর যাবত রাষ্ট্র ক্ষমতায় নেই। তাই রাষ্ট্রের কোনো বরাদ্ধ আমাদের কাছে নেই। তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের সামর্থ অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বন্যার্ত মানুষ যত দিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে না যাবে তত দিন পর্যন্ত বিএনপির ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
জি কে গউছ বলেন- বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছিল। কারণ এই নির্বাচনে জনগণের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে না। দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছিল কেউ যাতে এই নির্বাচনে অংশ গ্রহন না করে। কিন্তু অনেকই দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছিলেন। এখন প্রমাণ হয়েছে বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল।
তিনি বলেন- জনগণের উপর যারা বল প্রয়োগ করেছে, পুলিশ পাহারায় সভা-সমাবেশ করেছে, অন্যদেরকে সভা-সমাবেশ করতে বাঁধা দিয়েছে, দামী গাড়ি-বাড়ির মালিক হয়েছে আজ তারা কোথায়, পাপ বাপকেও ছাড়ে না, আওয়ামীলীগের অপকর্মের কারণে তারা আজ বাড়িছাড়া।
লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে নগদ অর্থ সহায়তা বিতরণ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, বিএনপি নেতা ইসলাম তাজুল মোল্লা, আব্দুল আওয়াল ভুইয়া, আরিফ আহমেদ রুপন, মাহফুজুর রহমান চৌধুরী, মোস্তফা জামান খসরু, এমদাদুল ইসলাম, কাজী জুলহাস, বাবুল মিয়া, অ্যাডভোকেট মোক্তাদির তালুকদার, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, তাউছ আহমেদ, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com