স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। বাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবারের লোকজনকে হিমশিম খেতে হচ্ছে। গতকাল শুক্রবার সরজমিনে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, চাষী বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ৪শ’ টাকা, আলু মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১৫০ থেকে ২০০ টাকা, পিঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, রসুন মানভেদে ২০০ থেকে ২৫০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসি ৯০০ থেকে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সবজির দামও প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না থাকায় এভাবে নিত্য পণ্যের দাম বাড়ছে।