শত-শত শহীদের রক্তে অর্জিত গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়। জাতি মুক্তি পায় আওয়ামী দুঃশাসনের হাত থেকে। কিন্তু গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ধর্মীয় উপাসনালয়-মাজার-ভাস্কর্য সহ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। রক্ত¯œাত এই অর্জনকে তারা ম্লান করতে চায়। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে এই অর্জনকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। এজন্য সকল শ্রেণি পেশার নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতি-লুটপাট-গণতন্ত্রহীনতা ও দখলদার-চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) শহরের খোয়াই ব্রীজ পয়েন্টে শান্তি-সম্প্রীতি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তাগণ এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জেলা বাপা সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকরামুল ওয়াদুদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা নুরুল হুদা চৌধুরী শিবলী, অ্যাডভোকেট রনধীর দাশ, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি