নবীগঞ্জ প্রতিনিধি ॥ আপন ঠিকানায় ফিরে গেলো নবীগঞ্জ প্রেসক্লাব। চড়াই উৎড়াই বাঁধা বিপত্তি সহ অনেক প্রতিক্ষার পর অবশেষে গতকাল শনিবার নবীগঞ্জ প্রেসক্লাব এর নতুন ভবনে কার্যকরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম শুরু পূর্বে অনুষ্ঠানিক ভাবে শহরের নবীগঞ্জ সরকারী জে কে স্কুল রোডে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এম,এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার। পরে ক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদের সভাপতিত্বে মিটিং শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, বর্তমান সহ সভাপতি এম,এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, সদস্য শাহ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।
সভায় জানানো হয়, স্বাধীনতার পর ১৯৭৮ সালে নবীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৬ বছর নবীগঞ্জের সাংবাদিকরা ভাসমান অবস্থায় ছিলেন। তাদের বসার কোন স্থান ছিলো না। ২০২৪ সালের কার্যকরী কমিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জায়গা চিহ্নিত করে নতুন ভবন নির্মাণ করা হলে, নবীগঞ্জ প্রেসক্লাব পেলো স্থায়ী ঠিকানা। কমিটির সভায় নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।