স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের প্রধান ফটকে এ্যাম্বুলেন্স চালক ও রোগীর স্বজনদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দ্বিগিদিক ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকার এক রোগীকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। এ সময় ওই রোগীর স্বজনরা এ্যাম্বুলেন্স ভাড়া নিতে কাউন্টারে আসেন। সিলেট যাওয়ার ভাড়া নিয়ে কাউন্টারের দায়িত্বে থাকা লোকজনের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে ছড়িয়ে পড়ে।