স্টাফ রিপোর্টার ॥ টি,আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র সম্মানিত ট্রাস্টি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন এর হবিগঞ্জ আগমন উপলক্ষে, টি,আলী স্যারের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের বাসিন্দা জাহেদ মাহমুদ আজিজ সুমন টি,আলী স্যারের জন্মস্থান সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহন করেন। টি,আলী স্যারের এলাকার ও স্যারের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ট্রাস্টিকে পাশে পেয়ে স্যারের প্রাক্তন ছাত্ররা গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্যারের ৩১ বছরের স্মৃতি বিজড়িত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন এর সভাপতিত্বে ও টি আলী স্যারের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি,আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র ট্রাস্টি আমেরিকা প্রবাসী মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। শেষে তিনি বিদ্যালয়ের প্রয়াত সকল শিক্ষকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মতবিনিময় সভায় স্যারের ছাত্র সহ হবিগঞ্জের গুণীজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রতিষ্ঠিত টি,আলী স্যার ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন ফাউন্ডেশনের গুণী শিক্ষক সন্মাননা গুণী শিক্ষক সৃষ্টিতে ভূমিকা রাখবে।
সংগঠনের ট্রাস্টি সুমন বলেন “ইতিমধ্যে সংগঠন সিলেট বিভাগের হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলার ৫৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি,আলী স্যার ফাউন্ডেশন সন্মাননা পদকে সন্মাননা দিয়েছে। আগামী বছর সুনামগঞ্জ জেলার ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সন্মাননা দেয়া হবে”।
সভা শেষে টি,আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র ট্রাস্টি জাহেদ মাহমুদ আজিজ সুমন টি,আলী স্যারের স্মৃতি বিজড়িত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মুসলিম ছাত্রাবাস পরিদর্শন করেন। ওই ছাত্রাবাসে হোস্টেল সুপারিনটেনডেন্ট হিসেবে জীবনের ২৮ বছর পরিবার পরিজন ও নিজের এলাকা ছেড়ে হয়ে গিয়েছিলেন হবিগঞ্জি সেই জায়গা পরিদর্শনকালে আবেগ আপ্লুত হয়ে পড়েন সুমন। সর্বশেষ তিনি স্যারের নামে প্রতিষ্ঠিত টি,আলী স্যার সড়ক পরিদর্শন করেন।
উল্লেখ্য, টি,আলী স্যার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপে জন্মগ্রহন করেন। একজন মানুষ গড়ার কারিগর হিসেবে ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের মত গুরু দায়িত্বও পালন করেন তিনি। দীর্ঘ সময় হবিগঞ্জে থাকার সুবাদে হয়ে গিয়েছিলেন হবিগঞ্জি। অনেকেই মনে করতেন স্যারের বাড়ি হবিগঞ্জ। গুণী এই শিক্ষকের ৯ জন ছেলেমেয়ে দেশের বাড়িতে জন্ম হয়। ভাগ্যের নির্মম পরিহাস সেই সময় চার ছেলে ও দুই মেয়ে মারা যান অল্প বয়সে। তাদের কারো জানাজাতে অংশ নিতে পারেননি তিনি। ২০১৯ সালে এই নিবেদিত প্রাণ শিক্ষকের নামে প্রতিষ্ঠিত হয় টি আলী স্যার ফাউন্ডেশন। মুলত অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই এই ফাউন্ডেশনের জন্ম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com