বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দরিদ্র ক্যান্সার রোগী, চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিস্বত্ত্বার শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রীতা, ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া প্রমূখ। সভা শেষে দরিদ্র ৮ জন ক্যান্সার রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা, ১০২ জন দরিদ্র চা শ্রমিকের প্রত্যেককে ৫ হাজার টাকা ও ৩২ জন ক্ষুদ্র জাতিসত্ত্বা পরিবার ও শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বীজ, সার, ভূট্টা মাড়াই যন্ত্র ও ফিতা পাইপ বিতরণ করা হয়।
এদিকে, একইদিন বেলা আড়াইটায় কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষি মেলা উদ্বোধন করে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে।