এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার করাঙ্গী নদীতে একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর ইউনিয়নের বাহুবল গ্রামের বাসিন্দা মোঃ আরজু মিয়া করাঙ্গী নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তার জালে একটি ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশ ধরা পড়ার সংবাদ পাওয়ার সাথে সাথে আশপাশে আরও যারা মাছ ধরছিলেন সবাই আরজু মিয়ার কাছে ছুটে আসেন মাছটি দেখার জন্য। পরে গভীর রাতে জীবন্ত ইলিশ মাছটি তিনি বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে আরজু মিয়ার পুত্র, বাহুবল বাজারের ব্যবসায়ী আরিফ হাসান আফজল জানান, তার বাবার জালে ধরা পড়া ইলিশ মাছটি এক কেজির চেয়ে বেশি ওজন হয়েছে। রবিবার সকালবেলা মাছটি দেখার জন্য গ্রামের অনেকেই তাদের বাড়িতে এসেছেন। ইলিশ মাছটি খুবই সুঘ্রানযুক্ত ছিল বলে তিনি জানিয়েছেন।
এলাকাবাসির ধারণা, সাগর থেকে যেসব ইলিশ নদীতে চলে আসে সেগুলো হয়তো আর সাগরে ফিরে যেতে না পারায় নদীতেই রয়ে যায়। তাদের ধারণা, এ নদীতে আরও ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।