![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/06/003-2.jpg)
ওইদিনের পর হবিগঞ্জে আর কোন ভূমিহীন থাকবে না ॥ জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ জুন হবিগঞ্জ জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি হবিগঞ্জ জেলার অবশিষ্ট ৬৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দের মাধ্যমে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। রোববার (৯ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ কথা জানান হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তাঁর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় মোট ৩হাজার ২শ ৮৬ ও পরে আরো ৫০টি ঘরসহ ৩ হাজার ৩শ ৩৬টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন।
ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ১ম ধাপে হবিগঞ্জ জেলার ৩টি উপজেলা (বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট) গত ২২ মার্চ ২০২৩ সালে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।
পরে ৯ আগস্ট ২০২৩ তারিখে ২য় ধাপে হবিগঞ্জ জেলার বাকি ৬টি উপজেলার মধ্যে আরও ৫টি উপজেলা (বাহুবল, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও মাধবপুর) ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।
চলতি মাসের ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ জেলার অবশিষ্ট আজমিরীগঞ্জ উপজেলার বাকি ৬৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ প্রদানের মাধ্যমে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
এছাড়া, জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থলে সেমিপাকা একক গৃহ নির্মাণের আওতায় চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ৭১টি এবং হবিগঞ্জ সদর উপজেলার চর-হামুয়া আশ্রয়ণ প্রকল্পের ১০টি সেমিপাকা একক গৃহ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার হিসেবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে ২ শতক জমিসহ গৃহ প্রদানের নিমিত্ত হবিগঞ্জ জেলা প্রশাসন ১৪৭.৮৭ একর খাসজমি উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৮ কোটি টাকা।
উক্ত কার্যক্রম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদানে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুশাসন বাস্তবায়নে হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) অক্লান্ত পরিশ্রম করেছেন। বিভাগীয় কমিশনার, সিলেট নিয়মিত তদারকি করেছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, আরডিসি নিবিড় রঞ্জন তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।