স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় আরও ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এনিয়ে কারাগারে যাওয়া আসামির সংখ্যা হলো ৩১ জন। মঙ্গলবার বানিয়াচং থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিটন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লার আদালতে হত্যা মামলার ২৯ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে হবিগঞ্জের আদালত পুলিশ ২৯ আসামিকে জেলা কারাগারে নিয়ে যায়।
পুলিশ জানায়, উপজেলার আগুয়া গ্রামে অটোরিকশা চালক আব্দুল কাদিরের সাথে গাড়ির সিরিয়াল ও যাত্রী উঠা-নামা নিয়ে স্ট্যান্ডের ম্যানেজার বদরুল আলম ওরফে বদির ঝগড়া হয়। পরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৪০) নিহত হন। গুরুতর আহত হন লিলু মিয়ার ভাই ঝিলু মিয়া (৪২) ও আনু মিয়া (৩৫)। পরে ঝিলু মিয়া চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি বদরুল আলম বদিকে গত ১০ মে পুলিশ গ্রেফতার করে। তাছাড়া এ ঘটনায় র‌্যাব আরও এক আসামিকে আটকের পর পুলিশে সোপর্দ করে।