লাখাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রার্থী ও গুণিজনদের সাথে মতবিনিময়
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, প্রতিদ্বন্দ্বি প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম-সেবা), অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। বক্তব্য রাখেন লাখাই থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, আপনারা সবাই ভদ্র ও ভাল পরিবারের লোক। আপনাদের কাছ থেকে নির্বাচনে ভাল পরিবেশ আশা করছি। ভোট কেন্দ্রে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, ভোট কেন্দ্রে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যা যা করা প্রয়োজন তা করা হবে। কোন প্রার্থী বা প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রার্থী বা প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবেন না। করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি।