![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/juwel-habiganj-oggato-mohila.jpg)
স্টাফ রিপোর্টার ॥ গত দুইদিন ধরে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত মহিলা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অজ্ঞাত হওয়ায় তার চিকিৎসা সেবা দূরের কথা কেউ এগিয়ে আসেনি দেখতেও। আশঙ্কা বিনা চিকিৎসায় এবং অনাহারে ওই নারী মারা যেতে পারেন। জানা যায়, গত শুক্রবার কে বা কারা রাস্তার পাশ থেকে ওই নারীকে উদ্ধার করে এনে মহিলা ওয়ার্ডে ভর্তি করে। এর পর থেকেই হাসপাতালের মেঝেতে পড়ে আছেন তিনি। গতকাল রাত ১০টায় হাসপাতালে গিয়ে এদৃশ্য দেখা যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com