তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি/২০২৩-২০২৪ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বছরের বালক-বালিকাদের নিয়ে হ্যান্ডবল প্রতিযোগিতা ১৩ মে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৪৮ জন বালক-বালিকা ৬টি দলে অংশগ্রহন করে। খেলা পরিচালনা করেন মোহাম্মদ আমিনুল ইসলাম। বালকদের ফাইনাল খেলায় হলুদ দল ৫-২ গোলের ব্যবধানে বেগুনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বালিকাদের ফাইনালে বেগুনী দল ৬-১ গোলে হলুদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ কর্তৃক পুরস্কার ও ট্রফি দেয়া হয়। শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রেফারী এসোসিয়েশনের সহ-সভাপতি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক ও হবিগঞ্জ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মোঃ লিটন মিয়া এবং অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ সহ শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি