পরিবারের দাবি হত্যা
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশ (৩৮) এর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যু নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। কেউ কেউ বলছেন এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। আবার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ মামলা দায়ের করলে তা গ্রহণ করা হবে।
গত দুই দিন ধরে শিক্ষিকা রিবন রুপা দাশ এর মৃত্যু নিয়ে এলাকায় নানামুখি আলোচনা চলছে। নিহত শিক্ষিকা রিবন রুপা দাশ ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী অজয় কুমার দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক। তাদের বাড়ি ভবানীপুর গ্রামে। গত ১২ মে তার লাশ মাদনা সড়কের ব্রিজের কাছে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় এখনও কেউ মামলা দায়ের করেনি।