উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর প্রার্থী হননি

আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি ও ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, রায়হান উদ্দিন এবং ব্যবসায়ী হাবিবুর রহমান জুয়েল।
তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর নির্বাচনে প্রার্থী হননি। এক ভিডিও বার্তায় তিনি বলেন- আমি ব্যক্তিগত কারণে নির্বাচনে প্রার্থী হচ্ছি না। তিনি নিজের জন্য দোয়া চেয়ে বলেছেন ‘যতদিন বেঁচে থাকব ততদিন চুনারুঘাট উপজেলাবাসীর জন্য কাজ করে যাব’।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক ও আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, মোঃ মুখলিছুর রহমান, মোঃ আজিজুল হক তালুকদার রুমন, মোঃ শাহজাহান মিয়া ও চা শ্রমিক নেতা উজ্জল কুমার দাস।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মানবাধিকার কর্মী পারুল আক্তার, চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার ও মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তা।
তফসিল অনুযায়ী গতকাল ৯ মে ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন, ১২ মে যাচাই-বাছাই, ১৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ ও ৫ জুন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।