স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ’র পুকুরে রাক্ষুসে মাছ নিধনের নামে বিষ (মাছ মারার এক ধরণের ক্যামিকেল) প্রয়োগ করা হয়েছে। এতে ওই পুকুরে গোসল করতে আসা মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ঈদগাহ উদ্বোধন করেন। ঈদগাহ’র পুকুরে ঘাটলা নির্মাণসহ ঈদগাহ’র উন্নয়ন করেন এমপি আবু জাহির ও তৎকালীন পৌর মেয়র আলহাজ¦ জি, কে গউছ। এরপর থেকে ওই এলাকার অনেকেই এ পুকুরে গোসল করেন। ঈদ ও জানাজার নামাজ পড়তে গিয়ে পুকুরে অযু করেন। কিন্তু পুকুরটির লিজ গ্রহিতা রাক্ষুসে মাছ নিধনের নামে পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে ওই পুকুরে গোসল করতে আসা মানুষের শরীরে চুলকানিসহ নানা সমস্যা দেখা দেয়। তাই বৃহত্তর স্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।