মো. মামুন চৌধুরী ॥ চুনারুঘাটে পথভুলে লোকালয়ে আসা একটি মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার রাতে চুনারুঘাটের সাতছড়ি বন্যপ্রাণি বিট কর্মকর্তা মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উপজেলার কোনাগাঁও গ্রামের আব্দুস শহীদের বাড়ির কাছ থেকে গ্রামবাসী একটি মায়া হরিণ উদ্ধার করে। দুপুরে সেখান থেকে হরিণটি উদ্ধার করে নিয়ে এসে কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়। হরিণ অবমুক্তকালে উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল জাহির মিয়াসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ধারণা পথভুলে বন থেকে হরিণটি লোকালয়ে চলে আসে। পরে বনে না ফিরতে পেরে লোকজনের হাতে আটক হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বন উজাড় হওয়ায় বন্যপ্রাণিরা নানা সময়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। তিনি বলেন, রেমা-কালেঙ্গা ও সাতছড়ি বনে অন্যান্য প্রাণির ন্যায় মায়া হরিণের বসবাস রয়েছে। এসব প্রাণি রক্ষায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com