স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় সায়েরা খাতুন জেবা (৩৫) নামে এক প্রতারককে কারাদ- দিয়েছেন আদালত। সেই সাথে চেকের সমপরিমাণ টাকা অর্থদন্ড দেয়া হয়। হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক এ দন্ডাদেশ দেন।
জানা যায়, মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের সাইদুর রহমান চৌধুরীর স্ত্রী সায়েরা খাতুন জেবা হবিগঞ্জ শহরের অ্যাডভোকেট এএইচএম সাইদুজ্জামানের কাছ থেকে চেক দিয়ে টাকা নেন। পরে অ্যাডভোকেট সাইদুজ্জামান চেকটি ক্যাশ করতে ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। এ ঘটনায় সাইদুজ্জামান ২০২০ সালের ৩১ ডিসেম্বর আদালতে মামলা করেন। মামলায় সাক্ষী প্রমাণ শেষে জেবাকে ১০ মাসের সশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন বিজ্ঞ বিচারক। রায় প্রদানকালে জেবা পলাতক ছিলো। তার বিরুদ্ধে চেকের ৫টি মামলায় সাজা পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com