চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগানে শ্রীশ্রী শিতলা ও কালী মন্দির অঙ্গনে ২৩তম বার্ষিক শ্রীশ্রী শিতলা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচারের মাধ্যমে পূজা চলবে। ২১ এপ্রিল রোববার চান্দপুর চা বাগানে সকাল ৬টায় উপাসনা, সন্ধ্যা ৭ টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় বরুন মুন্ডা ও স্থানীয় শিল্পীবৃন্দ, রাত ৮ টায় ধর্মসভা আলোচক শ্যামা তাঁতী (সুমি) ও রীজয় বাউরী, শ্রীশ্রী গীতা প্রচার সঙ্গ অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল সকাল ৬টায় উপাসনা, সন্ধ্যা ৭ টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় শয়ন সিং রাউতিয়া মাস্টার ও তার দল, জোয়ালভাঙ্গা চা বাগান, রাত ৮ টায় ধর্মসভা আলোচক শ্রীমৎ নিত্যানন্দ ব্রহ্মচারী, মহাচৈতন্য মঠ ও মিশন, তেলিয়াপাড়া, মাধবপুর; ২৩ এপ্রিল সকাল ৬টায় উপাসনা, সন্ধ্যা ৭ টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় মধু রাজবংশী মাস্টার ও তার দল, বেগমখান চা বাগান, রাত ৮টায় ধর্মসভা আলোচক বিধুভূষণ মিশ্র (শংকর), বেগমখান চা বাগান; ২৪ এপ্রিল সকাল ৬ টায় উপাসনা, সন্ধ্যা ৭টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় সুমন গোস্বামী ও তার দল, চন্ডীছড়া চা বাগান, রাত ৮ টায় ধর্মসভা আলোচক পবিত্র নায়েক (বিত্তু), শ্রীশ্রী গীতা প্রচার সঙ্ঘ,চান্দপুর চা বাগান; ২৫ এপ্রিল সকাল ৬ টায় উপাসনা, সকাল ৯টায় শ্রীশ্রী শিতলা দেবীর পূজা অর্চনা, পূজা অর্চনায় পন্ডিত উমা মিশ্র, দারাগাও চা বাগান, বিকাল ৩টায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় আরতি প্রদান, সন্ধ্যা ৭ টায় ধর্মসভা আলোচক বাবুল রবিদাস, সেবাইত, শিতলা ও কালী মন্দির, চান্দপুর চা বাগান।