নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি, সামাজিক ন্যায় বিচারক হিসাবে পরিচিত অ্যাডভোকেট আব্দুস শহীদ গোলাপের ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল রবিবার। এ উপলক্ষে তার পরিবারের লোকজন তাঁর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে। কোরআন খতম এ কবর জিয়ারত করা হয়। একই সাথে তাঁর একমাত্র মেয়ের জামাই হবিগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল হবিগঞ্জ শহরে তার নিজ বাড়িতে ও মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন। দলকে সুসংগঠিত করতে অ্যাডভোকেট আব্দুস শহীদ এর ভূমিকা ছিল অপরিসীম। তিনি নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৩ বার অংশ গ্রহন করলে ২ বার অবৈধ সরকারের দলীয় প্রভাব খাটিয়ে তার বিজয় ছিনিয়ে তাকে অল্প ভোটে পরাজিত দেখানো হয়।
তিনি সুনামের সাথে হবিগঞ্জ কোর্টে ৩০ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি সামাজিক ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সামাজিক ন্যায় বিচারক এবং অসাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। অ্যাডভোকেট আব্দুস শহিদ গোলাপের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও তার শুভাকাক্সক্ষী অনেকেই মিলাদ আয়োজন ও কবর জিয়ারত করেছেন।