চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অগ্রণী ব্যাংক এজেন্ট রাণীগাঁও শাখার এক গ্রাহকের ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পারকুল গ্রামের মৃত আব্দুস সহিদ এর স্ত্রী লাল বানু অগ্রণী ব্যাংক এজেন্ট রাণীগাঁও শাখায় তার একাউন্ট নং-০২০০০১৫১৮৩৩৯৮। প্রবাসে বসবাসরত তার ছেলে ফারুক মিয়া, উস্তার মিয়া ও ইলিয়াছ মিয়া ২/৩ কিস্তিতে লাল বানুর একাউন্টে সাড়ে ৬ লাখ টাকা জমা করেন। ২০২৩ সালের নভেম্বর মাসে টাকা উত্তোলন করতে ব্যাংকে গেলে লাল বানুর ফিঙ্গার প্রিন্ট নিয়ে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয় এবং তাকে বলা হয় ক্যাশে টাকা নেই; তাকে শায়েস্তাগঞ্জ মূল শাখা থেকে টাকা দেয়া হবে। লাল বানু দীর্ঘ সময় অপেক্ষার পর ব্যাংকের ক্যাশিয়ার শিলুফা আক্তার তাকে বলেন, আজ চলে যান, আগামী রবিবার এসে বাকী ৬ লাখ টাকা নিয়ে যাবেন। লাল বানু নিরূপায় হয়ে তাদের কথামতো বাড়ি ফিরে যান। রবিবার তিনি টাকা নিতে আসলে তাকে আবারো নতুন তারিখ দেয়া হয়। এভাবে লাল বানুকে একের পর এক তারিখ দিয়ে হয়রানী করা হয়। পরে ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আলহাজ্ব আইয়ূব আলীর মাধ্যমে ৫০ হাজার টাকা পান লাল বানু। প্রায় তিন মাস পর সাবেক মহিলা মেম্বার ফুল বানুর মাধ্যমে লাল বানু আরো ৫০ হাজার টাকা পান।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ নভেম্বর রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন বরাবরে একটি অভিযোগ দায়ের করেন লাল বানু। অভিযোগ সূত্রে জানা যায়, রাণীগাঁও অগ্রণী ব্যাংক এজেন্ট শাখার স্বত্ত্ব¡াধিকারী উপজেলার দক্ষিণ রাণীগাঁও গ্রামের আব্দুল হাসিমের ছেলে এ.এস.এম রাসেল ও তার স্ত্রী শিলুফা আক্তার গ্রাহক লাল বানুর একাউন্টে জমাকৃত ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। লাল বানু তার একাউন্টের টাকা তুলতে অনেকবার ব্যাংকে গেলেও তাকে টাকা দেয়া হয়নি। লাল বানু তার টাকা ফেরত পেতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার এ.এস.এম রাসেল এর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করননি।