চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি দখল করতে গিয়ে এক বিধবা নারীকে মারধর করে আহত করা হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আলোনিয়া গ্রামের মৃত মোঃ আব্দুল্লার স্ত্রী আছিয়া খাতুন (৫০) এর ১৩ শতক বাড়ীর জমি দখল করতে যায় একই গ্রামের মৃত ইয়াকুত আলীর ছেলে মুফতি আব্দুল মুমিন ও তার দলবল। এ সময় আছিয়া খাতুন বাধা দিলে মুমিন ও তার দলবল আছিয়াকে মারধর করে। এতে আছিয়া গুরুতর আহত হন। আহত আছিয়াকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত আছিয়া খাতুন জানান, আমার স্বামী মারা যাওয়ার আগে দুই মেয়ে মীম (১৯) ও মিলি (১৬) এর নামে জায়গা রেজিষ্ট্রি করে দেন। আমাদের শেষ সম্বলটুকু দখল করার জন্য মুমিন গংরা লিপ্ত রয়েছে। এমনকি আমার বাড়িতে রিকশা ও কোন ধরনের যানবাহন ঢুকতে দেয় না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com