স্টাফ রিপোর্টার ॥ শহরের নোয়াহাটি এলাকায় মদ পান করে ইমু দেব (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে লাশটি তড়িগড়ি করে দাহ করার প্রস্তুতি নিলে সদর থানা পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তিনি ওই এলাকার হিরা দেবের পুত্র।
জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মদ পান করে সে বাড়িতে যায়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করেন। কিন্তু পরিবারের লোকজন তাকে সিলেট না নিয়ে বাড়ি নিয়ে যায়। গভীর রাতে আরও অবনতি হলে আবারও সদর হাসপাতালে নিয়ে আসে এবং রেফার্ড করা হয়। সিলেট নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশকে না জানিয়ে লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়। এদিকে হাসপাতাল থেকে থানায় তার মৃত্যুর খবর যায় সদর থানায়। এসআই রুবেল দাশ বাড়িতে গিয়ে লাশ দাহ করার প্রস্তুতি নিলে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com