স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী, বোখারী মাইক এন্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী মোঃ মুদ্দত আলী, তার পরিবার ও স্থানীয় ভাটপাড়া গ্রামের আব্দুল সালামের উপর হয়রানীমূলক হত্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পুটিজুরী ইউনিয়নের সর্বস্থরের জনগনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পুটিজুরী বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য মর্তুজ আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সাগর, সালামত আলী সানু, পুটিজুরী বাজার কমিটির সাধারণ সম্পাদক আমরু মিয়া আখঞ্জী, পুটিজুরী জামে মসজিদের খতীব মাওলানা জামাল উদ্দিন মুন্সি, পুটিজুরী বাজারের ব্যাবসায়ী আব্দুল কাদির, হাজী সামছু মিয়া, মোঃ আব্দুর নূর, সহকারী শিক্ষক মঞ্জুর আলী, সোনাই মিয়া, হাজী আবুল কালাম ও ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী প্রমুখ।
বক্তারা বলেন, একটি আত্মহত্যার ঘটনাকে হত্যা সাজিয়ে মিথ্যা হত্যা মামলা দিয়ে নিরীহ ব্যাক্তিদের হয়রানী ও গ্রেফতার করাটা সত্যিই দুঃখজনক। আমরা আশা করি সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উৎঘাটন করে নিরীহ ব্যক্তিদের হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরের পাড়া গ্রামের নূরুল ইসলাম নাহিদ শাহিন (২৪) এর স্ত্রী মোছাঃ সুলতানা আক্তার (২১) সকলের অগোচরে ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনাকে হত্যাকান্ড সাজিয়ে গত ৭ ফেব্রুয়ারী নিহতের বড় ভাই উপজেলার নন্দনপুর গ্রামের কামরুল হাসান বাদী হয়ে নুরুল ইসলাম নাহিদ শাহীন (২৪), তার পিতা মোঃ মুদ্দত আলী (৫৭), তার মাতা মাহমুদা আক্তার (৪৮), তার ছোট বোন মোছাঃ আখি আক্তার ( ১৯) ও ইউনিয়নের ভাটপাড়া ( গাজীপুর) গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র আঃ সালামকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে নিহতের স্বামী নূরুল ইসলাম নাহিদ শাহীন, তার পিতা মুদ্দত আলী বর্তমানে জেল হাজতে রয়েছে। উক্ত মানববন্ধনে বক্তারা অবিলম্বে শাহীন ও মুদ্দত আলীসহ সকল আসামীদের মুক্তির দাবী জানান।