স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের পাইকপাড়া গ্রামে ছোট ভাইদের চলাচলের রাস্তা কেটে ফেলেছে বড় ভাই ও ভাতিজারা। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে কোন সময় তাদের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ২০০১ সালে পাইকপাড়া গ্রামের আব্দুর নুর মারা যান। মৃত্যুকালে তিনি ৭ পুত্র সন্তান রেখে যান। আব্দুর নুর মারা যাওয়ার পর তার বড় ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আকছির মিয়ার সাথে তার অপর ছেলে ক্বারী মোহাম্মদ আব্দাল হোসেন, ইদ্রিছ মিয়াসহ ৬ ছেলেদের সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দেয়। সম্প্রতি এই বিরোধ তীব্র আকার ধারণ করে। এই বিরোধের জের ধরে আকছির মিয়া শনিবার তাদের বাড়ির চলাচলের রাস্তাটি জোরপূর্বক কাটতে যান। এসময় আব্দাল হোসেন গং বাধা দেন। কিন্তু আকছির মিয়া তা শুনেননি। পরবর্তীতে আব্দাল হোসেন গং এ বিষয়টি স্থানীয় মুরুব্বীয়ানদের অবগত করলে মুরুব্বীয়ানরা এসে আকছির মিয়াকে রাস্তাটি না কাটার জন্য অনুরোধ করেন। কিন্তু মুরুব্বীয়ানদের কথা না মেনে রাস্তার মাটি কেটে জমির পরিধি বৃদ্ধি করেছেন। এ ব্যাপারে আব্দাল হোসেন গং চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল এসআই মোশাহিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তা কাটার সত্যতা পান। এ সময় তিনি রাস্তা না কাটাসহ সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান। ক্বারী আব্দাল হোসেন জানান, প্রায় ৬০ বছর পূর্বে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু আমার বড় ভাই জোরপূর্বক রাস্তাটি কেটে তার জমি বড় করেছেন। এখন আমাদের চলাচলের আর কোন রাস্তা নেই। আমরা কিভাবে চলাচল করবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com