স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে কুখ্যাত চোর সিদ্দিক আলী (২৫) কে আটক করে পুলিশে দিয়েছেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল বিকাল ৪টার দিকে ওই এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির চেষ্টাকালে জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে মেয়রকে খবর দিলে তিনি সেখানে ছুটে যান এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
পুলিশ জানায়, সিদ্দিক আলীর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ এক ডজন মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাটে চুরির সাথে জড়িত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com