এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌরসভায় পানিতে ডুবে সায়মন মিয়া নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ৩১ ডিসেম্বর দুপরে পৌরসভার পুরাতন গোডাউন (বিশ্ব গোডাউন) সংলগ্ন এলাকায় এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাসার সামনে অন্য একটি শিশুর সাথে বসে খেলা করছিলো সায়মন। খেলার এক পর্যায়ে পরিবারের সকলের অগোচরে বাসার সামনের ডোবায় পড়ে যায় সে। পরিবারের লোকজন সায়মনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সায়মনের স্বজনরা বাসার সামনের ডোবায় সায়মনকে দেখতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com