বড়দিন উপলক্ষ্যে সিলেট বিশপ হাউজে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তিনি বিশপ হাউজে পৌঁছালে সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের প্রধান বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে ভাইস চ্যান্সেলর বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে ফুলেল শুভেচ্ছা জানান ও অতিথিদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, যীশু খ্রিস্টের মহান শিক্ষা হচ্ছে শান্তি, ক্ষমাশীলতা, মমত্ববোধ, সেবা ও সহনশীলতা। যা এ মুহূর্তে বিশ্বের জন্য খুবই প্রয়োজন। যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করলে বিশ্বে জাতিগত ও ধর্মীয় সংঘাত থাকতো না। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com