সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর শেখের বাড়ি গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- আলী রাজা (৫৬) ও তার স্ত্রী নার্গিস আক্তার (৪০)।
হাসপাতালে ভর্তি আহত আলী রাজা জানান, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রাহিম, মনুগং তাদের উপর হামলা ও মারধর করেছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আলী রাজাকে প্রথমে হবিগঞ্জ ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com