উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কাকাইলছেও ইউপি চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ থেকে হেলিকপ্টারযোগে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিচে পড়ে মাথায় আঘাত পান। সাথে সাথে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুপুরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
মিসবাহ উদ্দিন ভূইয়ার অসুস্থতার খবর জেনে খোঁজ খবর নিতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ-বানিয়াচং নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর বড় ভাই মিনহাজ উদ্দিন শরীফ রাসেল, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।