স্টাফ রিপোর্টার ॥ গুঙ্গিয়াজুরি হাওরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাঝে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কুটিবাড়ীর মৃত আকলাছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে একই গ্রামের আলী নগর অংশের মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। জমির মালিক জাহাঙ্গীর শুক্রবার সকালে গুঙ্গিয়াজুরি হাওরে তাঁর জমি চাষ দিতে যান। এ সময় নুরুল হক ও তাঁর লোকজন সেখানে গিয়ে জাহাঙ্গীরকে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
সংঘর্ষে আহতদের মাঝে টেঁটাবিদ্ধ আমিনুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com