নিজস্ব প্রতিনিধি ॥ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাগো.নিউজ অফিসে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাহিজ, নির্বাচন কমিশনের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সহ সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না মনোনয়ন ফরম গ্রহন করেন। এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন পদে যারা মনোনয়ন ফরম দাখিল করেছেন তারা হলেন- সভাপতি পদে- এম এ বাছিত, এম এ আহমদ আজাদ, আনোয়ার হোসেন মিঠু; সহ সভাপতি পদে এম এ মুহিত, শাহ সুলতান আহমদ; সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর মিয়া, মোঃ সেলিম তালুকদার; যুগ্ম সাধারণ সম্পাদক পদে তৌহিদ চৌধুরী ও অর্থ সম্পাদক পদে মোঃ শওকত আলী একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। নির্বাহী সদস্য পদে দাখিল করেছেন- এম মুজিবুর রহমান, ফখরুল আহসান চৌধুরী, সরওয়ার শিকদার, রাকিল হোসেন, হাবিবুর রহমান চৌধুরী শামীম, আশাহীদ আলী আশা, মোঃ আবু তালেব, সুবিনয় রায় বাপ্পি, এস আর চৌধুরী সেলিম, এটিএম জাকিরুল ইসলাম, উত্তম কুমার পাল হিমেল, শাহ সুলতান আহমেদ, মুরাদ আহমদ।
নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষ্যে গত ২১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে, ২২ ডিসেম্বর শুক্রবার মনোনয়নপত্র দাখিল, ওই দিনই সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।
২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।