স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গান গেয়ে ফুল দিয়ে প্রবীনরা নতুনদের বরণ করে নেন। কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও পরিচালনা পর্ষদের সভাপতি দেবী চন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার বায়েজিদ সরকার, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রকল্প বাস্তবায়ন সরকার নূর মামুন, অভিভাবক সদস্য সাইফুল আলম, সাংবাদিক মোঃ অলিদ মিয়া, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, সৈয়দ মাহমুদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com