স্টাফ রিপোর্টার ॥ ‘পৌরবাসীর করের টাকায় পৌরসভার উদ্যোগে একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আরো দু’টি স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পৌরবাসীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।’-প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সংক্রান্ত দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র এসব কথা বলেন। মেয়র আরো বলেন,‘আমরা নিজস্ব অর্থায়নে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠা করেছি সেটি সারা দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও নাটোর পৌরসভার প্রতিনিধিবৃন্দ এই স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন। আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রকে অনুসরণ করে আরো কয়েকটি পৌরসভায় এগুলো বাস্তবায়ন হচ্ছে।’ এই কেন্দ্র প্রতিষ্ঠায় ইউএসএইড ও এলএইচএসএস কর্মকর্তাবৃন্দদের সহযোগিতার জন্য মেয়র কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,‘দুদিন ব্যাপী এই প্রশিক্ষণের আলোচনা আমরা মাথায় রাখবো এবং তা ভবিষ্যতে বাস্তবায়ন করার চেষ্টা করবো।’ মেয়র ভবিষ্যতেও প্রাথমিক স্বাস্থ্য সেবায় কর্মসূচী চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বুধবার সকালে হবিগঞ্জ শহরের আমিরচান কমপ্লেক্সের আমাদ হোটেল কনফারেন্স হলে দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়। হবিগঞ্জ পৌরসভার অংশগ্রহন এবং ইউএসএইড ও এলএইচএসএস’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, প্রিয়াংকা সরকার, শেখ সুমা জামান, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষ্ণু সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউএসএইড এর সিলেট রিজিওন্যাল কো-অর্ডিনেটর আব্দুল মতিন, এলএইচএসএস ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট আবু সুফিয়ান, প্রজেক্ট স্পেশালিস্ট সোহেল রানা ও টিএ রবিন।