সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে শেখ ভানু শাহ স্পোর্টিং ক্লাব ভাদিকারাকে হারিয়ে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
ফাইনালে শেখ ভানু শাহ স্পোর্টিং ক্লাব ভাদিকারা বনাম করাব এফসি স্পোর্টিং ক্লাবের মধ্যে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com