উত্তম কুমার পাল হিমেল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে ট্রাকের ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০৩৩৫) ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজির যাত্রী, পথচারী, চানাচুর বিক্রেতা, ভিক্ষুকসহ ৬ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর শ্রমিকরা ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনার পর প্রায় ১৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনায় আহতরা হলেন- নবীগঞ্জের রুস্তমপুর গ্রামের সিএনজি চালক রুবেল মিয়া (২৫), ভিক্ষুক বোয়ালজুর গ্রামের গেদা মিয়া (৬০), কাজীর বাজার এলাকার সিএনজি চালক সুয়েব, মার্কুলির অজ্ঞাত একজন ও বানিয়াচংয়ের এক সিএনজি যাত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com