নিজস্ব প্রতিনিধি ॥ গতকাল ৬ নভেম্বর সোমবার হবিগঞ্জ সদর উপজেলার এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক আয়েশা খানমের বিদায়, ৪ জন সহকারী শিক্ষক এর বদলীজনিত বিদায়, ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত ৩ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা এবং প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য স্মরণকালের সর্ববৃহৎ এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসএমসি সভাপতি সীমা রাণী দত্তের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ফরিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফতাব উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ সদর, মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা অফিসার লাখাই-হবিগঞ্জ, মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ, মোঃ তাজ উদ্দিন চেয়ারম্যান, ৯নং নিজামপুর ইউপি, মোঃ আরিছ মিয়া, এইউইও, দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য, এইউইও, উত্তম কুমার দাস, এইউইও, প্রণয় কান্তি মালদার এইউইও। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আব্দুল বাছিত সেলিম। এলাকাবাসীর পক্ষে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট মুরুব্বি ও শালিস মোঃ আফিল উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com