উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হকসহ ৩ জন গ্রেফতার
স্টাফ কোয়ার্টার ॥ আজমিরীগঞ্জে বিএনপি ও জামায়াতের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার এসআই আব্দুস ছালাম ৬ নভেম্বর ভোরে এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হক, যুবদল নেতা মাহমুদুল হাসান লিটন, পৌর বিএনপির ২নং ওয়ার্ডের আহবায়ক নেকবর মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলায় আজমিরীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদুর রশিদ ঝলককে প্রধান আসামী করা হয়। মামলায় এফআইআর ভূক্ত অন্যান্য আসামিরা হলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাবুল ও গোলাম মোস্তফা মধু, শিবপাশা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল মুহিত সজল, পৌর যুবদলের আহবায়ক দিলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া ও মোঃ শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মোশারফ আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ, যুবদল নেতা হেলিম মিয়া। মামলায় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: মোঃ আব্দুল হাই, শিবপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, আকাশন মুহুরী, ডাঃ মোঃ মিজান, গিয়াস উদ্দিন, স্বপন মিয়া।