স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম, কাজল চ্যাটার্জি, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, আহাদ মিয়া প্রমূখ।
প্রসঙ্গত, আগামী ৯ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বানিয়াচং সফরে আসবেন। বানিয়াচং সফরকালে তিনি উপজেলা পরিষদ ভবন উদ্বোধন, রতœার পাশে আতুকুড়া নামক স্থানে একটি সড়কের ফলক উদ্বোধন, উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানসহ পর্যটন কেন্দ্র হিসেবে বাস্তবায়নাধীন বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদীঘি পরিদর্শন করবেন। মন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে উপজেলা পরিষদ মাঠে প্যান্ডেল নির্মাণ, বানিয়াচং-হবিগঞ্জ সড়ক ও বানিয়াচংয়ের বিভিন্ন পয়েন্টে অন্তত ৬০টির মতো তোরণ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com