শিবপাশায় গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান গতকাল শনিবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন-দেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তার সরকার আছেই বলেই আজ বাংলাদেশ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।এ সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান আর সহায়তা করা হচ্ছে, তা অন্য কোনো দলের সরকার করেনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন আর তাদের জন্য বিভিন্ন ভাতার পাশাপাশি বীর নিবাস করা হচ্ছে যা অতীতের কোনো সরকার করতে পারেনি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই আমাদের সবাইকে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুরা এখনো দেশে নানা ধরনের অরাজকতা করছে। আর এতে দেশের মান ক্ষুন্ন হচ্ছে এবং অনেক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়ে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এ সময় পার্বত্যমন্ত্রী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি অফুরন্ত ভালোবাসা প্রকাশ করে বাংলাদেশ সৃষ্টিতে যেসব শহিদ তাদের প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নযন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি আরো বলেন-এবার দাবি উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা থেকে যেন এমপি পদে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়। আমি আজমিরীগঞ্জের একক প্রার্থী হিসেবে আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেবেন। আর দলীয় মনোনয়ন পেলে ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হব। তিনি আরো বলেন-বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। তারপর জনগণের পাশে থেকেছি এবং আজীবন জনগণের পাশে থাকবো। গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হান্নান মিয়া, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, শিবপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর রহমান, বিশপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি লিয়াকত চৌধুরী, পরিষদ মেম্বার মোঃ মারুজ মিয়া, নজরুল ইসলাম সর্দার,পলাশ হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।