স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর মা মরহুমা ভানু বিবি ও তার স্ত্রী আলহাজ্ব মাহমুদা খানম আখঞ্জীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বাদ জুম্মা মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের ৩টি মসজিদে করিম-মাহমুদা ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আতুকুড়া মসজিদে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহনুর আলম মোজাহেদী, হাফেজ নাঈম আখঞ্জী, আতুকুড়া নোয়াহাটি মসজিদে হাফেজ খালেদ সাইফুল্লা, সুবিদপুর ইউনিয়ন পরিষদ মসজিদে হাফেজ মাওলানা হাদিছুর রহমান ও মাওলানা জিউয়ার রহমান। মিলাদ মাহফিল পূর্বে করিম-মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস তার বাবা আব্দুল করিম আখঞ্জী, মা মাহমুদা খানম আখঞ্জী ও দাদী ভানু বিবিসহ তাদের মরহুম সকল আত্মীয় স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মিলাদ মাহফিলে আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ান, করিম-মাহমুদা ফাউন্ডেশনের উপদেষ্ঠা ইব্রাহিম আলী, ভাইস চেয়ারম্যান শামছুল হক আখঞ্জী, সেক্রেটারী এসএম সুরুজ আলী, সদস্য মোজাম্মির মিয়া, মোজাম্মেল হক আখঞ্জীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com