আজ আয়ান এর জন্মদিন

 

শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন

মুখে তোমার দীপ্ত হাসি

ফুল ফোটাচ্ছে রাশি রাশি

হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে

তেমন করে তোমার জীবন যেন

সুখের সাগরে ভাসে…

শুভ জন্মদিন

বাবা-মা, দাদা-দাদু, বড় মা, নানা-নানু, চাচ্চু, ফুফা-ফুফু, দিশা আন্টি-তানভীর আঙ্কেল, দিহা আন্টি, দিয়ানা আন্টি, দোহা মামা, দাইয়ান মামা, রাফি মামা, দিয়া আন্টি, দীঘি আন্টি ও রাফসান ভাইয়া।