স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসন ও এনএসআই এর নিয়মিত বাজার মনিটরিংয়ের ফলে পূর্বের তুলনায় আলু, ডিম ও পেঁয়াজ এর মূল্য কিছুটা হ্রাস পেয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ শহরস্থ চৌধুরী বাজারসহ বিভিন্ন কাঁচা বাজারে আলু খুচরা ৪৪ থেকে ৪৫ টাকা, পাইকারী ৪১ টাকা, ডিম খুচরা ১২ থেকে সাড়ে ১২ টাকা ও পাইকারী সাড়ে ১১ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ খুচরা ৫৫ থেকে ৬০ টাকা, পাইকারী ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। পূর্বের তুলনায় ডিম, আলু ও ইন্ডিয়ান পেঁয়াজের দাম কিছুটা হ্রাস পাওয়ায় খুচরা পর্যায়ে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।
খুচরা ক্রেতা আহম্মদ আলী ও শীতেষ চন্দ্র সরকার বলেন, প্রশাসনের মনিটরিং এর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারলে নিম্ন আয়ের জনগণ পরিবার-পরিজন নিয়ে স্বস্তিতে বসবাস করতে পারবে।