স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরসহ বিভিন্ন বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন ব্যবসায়ীরা। তাদের একটি সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন ধরণের সবজিসহ পণ্য বিক্রিতে দ্বিগুণ দাম আদায় করছে। সরকার বেশ কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এ আদেশ মানছে না অনেক ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সংবাদ হলে প্রশাসনের নজরে আসে।
গতকাল সোমবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শায়েস্তানগর ও পইল নতুন বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্য রাখা ও মূল্য তালিকা না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com