স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি। গতকাল সোমবার বিকেলে শহরের নজির সুপার মার্কেটের সামন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, কাজী শামছু মিয়া, ফারুক মিয়া, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, শিপন আহমেদ আছকির, হাজী আব্দুল মতিন, ফরিদ মিয়া, অ্যাডভোকেট ইলিয়াছ আহমেদ, আব্দুস সোবহান, ফরিদুজ্জামান ফরিদ, মোস্তফা মিয়া, শেখ হাফেজ উসমান গণি, মোমিনুল ইসলাম, জিল্লুর রহমান, কামাল আহমেদ চৌধুরী, মজনু তালুকদার, গিয়াস উদ্দিন মেম্বার, নুরুল আমিন সেলিম, আব্দুল জব্বার, নজরুল ইসলাম কাওছার, নাজমুল হোসেন অনি, আমিন শাহ, আহাদ মিয়া, জামাল মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, আজগর মিয়া, আব্দুল জলিল, আব্দুস সহিদ, আল আমিন, রিপন আহমেদ, শোয়েব মাস্টার, সামছু উদ্দিন মেম্বার, মর্তুজ আলী, আব্দুল মজিদ, আব্দুল নুর বাবুল, দুদু মিয়া, জামাল মিয়া, সালাউদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল ফজল, সেলিম মিয়া, সোহেল আহমেদ, হারুন মিয়া, মতিন মিয়া, ফজলু মিয়া, মুরাদ আলী, এম ডি দুলাল, দরস আলী, জুম্মন মিয়া, আইয়ুব আলী, তোফাজ্জুল ইসলাম, আলাউদ্দিন, আক্কাস মিয়া, সুজন মিয়া, রুবেল আহমেদ, আব্দুল কাদির, মানিক মিয়া, বেনু মিয়া, হেলাল মিয়া, ইদ্রিস আলী, কিতাব আলী, শাহজাহান মিয়া, টেনু মিয়া, নুর মিয়া, মাসুক মিয়া, আয়াত আলী, চান মিয়া, শহিদ মিয়া, জয়নাল মিয়া, সফি মিয়া, মাহবুব মিয়া, আশরাফুল, শফিক মিয়া প্রমূখ।