স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ফান্দ্রাইল গ্রামের হাজী এনু চৌধুরীর পুত্র বৃন্দাবন কলেজের ছাত্র রুয়েল চৌধুরীকে (২৫) ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফান্দ্রাইল গ্রামের এনু চৌধুরীর সাথে জিলু মেম্বারের বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উল্লেখিত সময়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com