ডা: মুশফিক চৌধুরীকে হত্যাচেষ্টার নিন্দা স্বাচিপের
স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ও রক্তাক্ত ২১ আগস্ট স্মরণে হবিগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে সংগঠনের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক ডা: জিএম মঈন উদ্দিন সাকোর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সুনির্মল রায়। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূরুল হক, ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ আমিনুল হক, আরএমও ডা: মোমিন উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ডা: শামীমা আক্তার, ডা: দেবাশীষ দাশ, ডা: মিঠুন রায়, ডা: মৌসুমী ভদ্র, অফিস সহায়ক শেখ মো: জাহির মিয়া, অফিস সহকারি মো: শাহজাহান মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা: মুশফিক হুসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। পালিয়ে থাকা ঘাতকদের বিচার এদেশের মাটিতেই হবে। ২১ আগস্টের ঘটনায় জড়িতদের বিচারও দেশের মাটিতে কার্যকর হবে। তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যত ষড়যন্ত্রই হোক কেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবেন না। ডা: মুশফিক বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।
সভায় বক্তারা ডা: মুশফিক হুসেন চৌধুরীকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ডা: মুশফিক হুসেন চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।