বৃন্দাবন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা বৃন্দাবন দাসের নাতবৌ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বিজন বিহারী দাসের মা ইলা রাণী দাস বুধবার দিবাগত রাত ১টা ২২ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বৃহস্পতিবার সকালে ইলা রাণী দাসের মরদেহ হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী নিজ বাসা ‘বৃন্দাবন ভবনে’ আনা হয়। দুপুরে বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে পারিবারিক শ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, ছেলের বউ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ইলা রানী দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ। বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রেরিত এক বিবৃতিতে সাক্ষর করেন বাপা’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অধ্যাপক জাহান আরা খাতুন, তাহমিনা বেগম গিনি, মোহাম্মদ আলী মোমিন, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com