স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে রুবেল মিয়া (২৫) নামের এক ট্রাক চালককে পিটিয়ে তার কাছ থেকে অর্থকড়ি নিয়ে গেছে একদল যুবক। এ ঘটনায় দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। শুধু তাই নয়, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল সোমবার বিকেলে বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকার অদূরে এ ঘটনা ঘটে। আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সে বহুলা গ্রামের ফটিক আলীর পুত্র।
সূত্র জানায়, নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাক নিয়ে মালামাল আনার জন্য শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয় রুবেল মিয়া। পথে একদল যুবক দুইটি মোটর সাইকেলযোগে তাকে ব্যারিকেড দেয়। এক পর্যায়ে ট্রাক থেকে রুবেলকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল নিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলে মোটর সাইকেল রেখে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় আধঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। শ্রমিক নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com